নওগাঁর ধামইরহাটে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দেওয়ান মোহাম্মদ আবু হুরায়রা ওরফে বিপ্লব (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা।
রবিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নের অর্ন্তগত মঙ্গলিয়া পূর্বপাড়া নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী একই ইউনিয়নের চককালু গ্রামের পিতা দেওয়ান মোহাম্মদ মইনুদ্দিন এর ছেলে।
এ ঘটনায় আব্দুল জলিল মন্ডল (৬২), ছাইফুল ইসলাম (৩৫) এবং রোম্মান ইসলাম (৩৮) নামের তিনজন কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জানা গেছে, ওইদিন বিকালে জেলা গোয়েন্দা শাখার এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. মেহেদী হাসানসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী অভিযান চলাকালীন সময়ে গোপন সুত্রে জানতে পারেন উপজেলার মঙ্গলিয়া এলাকায় চারজন ব্যক্তি মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছিল। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিপ্লবকে আটক করা হয়। তার হাতে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ৭৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৭৫হাজার টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত এবং পলাতক আসামীর বিরুদ্ধে আইননগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছিল।
Leave a Reply