ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
গলাচিপায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত   
                     সঞ্জীব কুমার সাহা গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা     
 ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটি জম্নাষ্টমী হিসেবে পালিত হয়৷সারাদেশের ন্যায় পটুয়াখালীর গলাচিপায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে  শ্রী কৃষ্ণের জম্মদিন উদযাপিত হয়েছে ।
স্থান কাল ভেদে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত৷ কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়ে থাকে৷ভারতের মথুরা  বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয় ধুমধামের সঙ্গে৷ দেশবিদেশ থেকে বহু পুণ্যার্থী এসময় কৃষ্ণধামে ভিড় করেন৷ এককথায় কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মেতে থাকে সমগ্র ভারত৷বাংলাদেশেও  যথেষ্ট সমারোহের সঙ্গে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটি পালিত হয়৷ জন্মদিন উপলক্ষে কয়েক দিন আগে থেকেই মা, বোনেরা নিজেদের হাতের আলপনা দিয়ে সাজিয়ে তোলে ঘর ও পূজা মণ্ডপ। সকাল থেকেই বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা আনন্দ উল্লাসে মেতে উঠে। বিকেল হলেই পরিবারের সবাই মিলে বেড়িয়ে পড়েন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনে। অনেকেই জন্মাষ্টমীর আগের দিন নিরমিষ খেয়ে সংযম পালন করেন। জন্মাষ্টমীর দিন সকাল থেকে মধ্য রাত্রি পর্যন্ত উপবাস পালন করেন । উপবাস থেকে তারা হরিনাম জপ, কৃষ্ণ লীলা শ্রবণ এবং ভাগবত পাঠ করেন।জন্মাষ্টমীর পরের দিন সকালে স্নান করে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রত পালন মন্ত্র পাঠ করে শ্রীকৃষ্ণের প্রসাদ দিয়ে তাদের উপবাস ব্রত সমাপ্ত করেন।
উপজেলা ইসকন মন্দির বেশ ধুমধাম করে জন্মাষ্টমী উৎসব পালন করে থাকে । কয়েকশ ভক্তের সমাগমে সকাল থেকে রাতভর চলে এ আনন্দ উদযাপন। এছাড়াও বহু ভক্তদের ঘরে ঘরে পালিত হয় এই উৎসব। এই উৎসবের দিন লাড্ডু, নাড়ু, মালপোয়া, তালের বড়াবানিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে নিবেদন করেন।
x