ডক্টরস্ টাওয়ার নামের সুরম্ম্য ভবন দখলের অপচেষ্টায় লিপ্ত ভুমিদ:স্যু শহিদুল-রশিদুলের হাত থেকে ডক্টরস্ টাওয়ার ও ভবন মালিকের জীবন রক্ষায় প্রশাসনের সহযোগীতা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বিশিষ্ট চিকিতসক ডা: কামরুল হাসান।
২৯ আগষ্ট রবিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে উল্লেখিত অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন দিনাজপুর উপশহরস্থ হাউজিং এষ্টেটের ৮নং ব্লকের ১৩ নং প্লটের মালিক ডা: মো: আনোয়ারুল ইসলামের পুত্র ডা: কামরুল আহসান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে “ডক্টরস্ টাওয়ার“নামের ভবনটি তার পৈত্রিক সম্পত্তি। পেশাগত কারণে স্ব-পরিবারে ঢাকায় অবস্থান করার কারণে এই বহুতল ভবন “ডক্টরস্ টাওয়ার“ দেখাশোনার জন্যে একই ভবনে আমাদের সাথে চুক্তিবদ্ধ স্বাগতম ফার্ম্মেসীর মালিক ফরিদকে দায়িত্ব দিয়েছিলাম।
কিন্তু ভবন মালিক হিেেসবে আমাদের সাথে কোনোরূপ চুক্তি কিংবা যোগাযোগ না করেই স্থানীয় ভুমিদ:স্যু শহিদুল ও রশিদুল দুইভাই এবং তাদের সহযোগী সাদ্দামসহ অন্যান্য আরো কিছু উদ্ভট লোকজনের সহায়তায় গত ৮/৯ মাস ধরে ভবন মালিকের অজান্তেই কুটুম বাড়ি নামক হোটেলের ব্যবসা চালিয়ে আসছে।
পরে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি ফরিদের সহায়তায় আমাদের ডক্টরস্ টাওয়ারটিতে তারা অবৈধভাবে হোটেল ব্যবসা চালাচ্ছে। এতে আমরা বাধা দেই কিন্তু তারা কর্ণপাত না করেই জোরপূর্বক ব্যবসায়িক কার্যকলাপ চালিয়ে আসছে এবং ভবনটি দখলের অপচেষ্টায় নানান রকমের ফন্দিফিকির শুরু করেছে। এব্যাপারে আমি আইনী সহায়তা চেয়ে দিনাজপুর কোতয়ালী থানা বিস্তারিত জানিয়ে লিখিত আভিযোগ করেছি।
কুটুমবাড়ি হোটেল চালু করতে গিয়ে তারা আমাদের ভবনটি ইচ্ছেমত ভাংচুর করে ভবনের অবয়ব নষ্টসহ আর্থিকভাবে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করেছে।
আমাদেরকে সম্পত্তি হতে বেদখলের অপচেষ্টায় লিপ্ত ওই দুইভাই ও তার সহযোগীরা যে কোনো সময় গুন্ডাবাহিনী দ্বারা জীবননাশসহ আমাদের বড় ধরনে ক্ষতি করতে পারে বলে আমরা শংকিত।
ভুমিদ:স্যু শহিদুল ও রশিদুলসহ তাদের সন্ত্রাসীদের অব্যাহত হুমকির মুখে আমরা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে চিকিতসা সেবায় নিয়োজিত আমি ও আমার পরিবার প্রশাসনের কাছে ডক্টরস্ টাওয়ারে জোরপূর্বক চালানো অবৈধ হোটেল কুটুম বাড়ি উচ্ছেদসহ আমাদের জানমালের নিরাপত্তার দাবী করছি।
Leave a Reply