ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন
লাখাইয়ে গীতা শিক্ষা স্কুলের শিক্ষার্থীদের মধ্যে গীতা পাঠ প্রতিযোগীতা অনুষ্ঠিত
আশীষ দাশ গুপ্ত লাখাই হবিগঞ্জ প্রতিনিধি

 হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মোড়াকরি শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে লাখাই স্বজনগ্রাম  গীতা শিক্ষা স্কুল,কৃষ্ণপুর গীতা শিক্ষার স্কুল মোড়াকরি গীতা শিক্ষার স্কুলের ৬২জন সনাতন শিক্ষার্থীদের নিয়ে গীতা-পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ২৯আগষ্ট সনাতন ধর্মপ্রচার,গীতা পাঠে মনোযোগী করা এবং গীতা শুদ্ধ উচ্চারনের লক্ষে এ প্রতিযোগীতাতা আয়োজন করা হয়।  তিনটি গ্রুপে মোট ৯ জন প্রতিযোগীকে ১ম,২য় ও ৩য় স্থান নির্ধারন করে ২০ জন শিক্ষার্থীকে ধর্মীয় বই প্রদান করা হয়।

কমিটির সভাপতি শ্রী সমির পালের সভাপতিত্বে ও বিষ্ণু চন্দ্র দাস ও সূর্য প্রতিচৈতন্য দাসের  সঞ্চালনায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে  সম্মানিত  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লাখাই প্রস্রাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত,কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন সূত্রধর, প্রাণেশ্বর দাস অসীম কুমার বিশ্বাস, সুমিত্রা দেবী,দিরেন্দ্র সূত্রধর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

x