আমতলী-কুয়াকাটা মহাসড়কের ফকির বাড়ী স্ট্যান্ডে সফুরা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা অটোগাড়ীর চাপায় পৃষ্ঠ হয়ে নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে রবিবার দুপুরে।
জানাগেছে, উপজেলার ফকিরবাড়ী স্ট্যান্ডের বৃদ্ধা সফুরা বেগম একটি ছাগল চরাতে আমতলী-কুয়াকাটা মহাসড়কের পশ্চিম পাশে যান। ওই পাশ থেকে বাড়ীতে ফেরার পথে একটি অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্বজনদের দাবির প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পরপরই অটোচালক বেলাল পালিয়ে গেছে। পুলিশ অটোগাড়ী জব্দ করেছে।
নিহত সফুরা বেগমের ছেলে সিদ্দিক ফকির বলেন, মা ছাগল চড়াতে সড়কের বিপরীত পাশে যান। ওই পাশ থেকে ফেরার পথে অটোগাড়ী তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা নিহত হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম হাওলাদার বলেন, পরিবারের দাবির প্রেক্ষিতে নিহত সফুরা বেগমের মরহেদ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply