ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। কালের কণ্ঠ কোটচাঁদপুর উপজেলা প্রতিনিধি কাজী মৃদুলের সভাপতিত্বে শনিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় এক সভায় এই কমিটি গঠন করা হয়।
আলোচনাসভায় অংশ নেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার, কবি মিতুল সাইফ, পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, সাংবাদিক আলমগীর খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মীর শওকত, শহিদুল ইসলাম ভূঁইয়া, মাহফুজুল আলম মামুন, সাইদুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কবি ও সাহিত্যিক চঞ্চল শাহরিয়ার সভাপতি, কোটচাঁদপুর উপজেলা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী সাধারণ সম্পাদক, গোলাম কিবরিয়া বিপ্লব মেম্বারকে সাংগঠনিক সম্পাদক করে কমিটি গঠন করা হয়।
১৭ সদস্য বিশিষ্ট এই কমিটিতে কবি ও কণ্ঠশিল্পী মিতুল সাইফকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক করা হয়। এর আগে এ বিষয়ে দিকনির্দেশনা দেন কালের কণ্ঠ’র ঝিনাইদহ জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ।
Leave a Reply