পাকিস্তানিদের ছত্রছায়াদের বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ঠাই হবে না -তথ্য প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি বলেছেন,খুনি জিয়া-মোস্তাক ১৯৭১ সালে পাকিস্থানীদের রাজাকার দালাল ছিলেন।ওই পাকিস্থানীদের ছত্রছায়াদের বঙ্গবন্ধুর বাংলার মাটিতে ঠাই হবে না। তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা সন্তানেরা জেগে আছে।কত বোমা,কত গোলা-বারুদ ও গ্রেনেড আছে তোমাদের? এতটুকু তাকিয়ে দেখবো না আমার জীবনটা বেচে আছে কিনা।
আজ রোববার সকাল ১১ টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ এর পদোন্নতি জনিত বিদায় এবং নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা কে বরণ উপলক্ষে অফিসার্স ক্লাব কর্তৃক আয়োজিত বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এ সব বলেন।
এতে অফিসার্স ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীরমুক্তিযোদ্ধা এম এ লতিফ,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গাজী রফিকুল হক, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক,পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমাদের সময় সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুর রহমান। পরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা কে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান। এ ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণের পক্ষ থেকে এবং সরকারী কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সরকারী-কর্মকর্তা কর্মচারী, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply