ঢাকা, সোমবার ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন
নেছারাবাদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রুপান্তরের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি ঃ মোঃ রুহুল আমীন

 

নেছারাবাদে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উপজেলা পর্যায় এক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগষ্ট (শনিবার) সকালে বেসরকারী সংস্থা রূপান্তরের আয়োজনে স্বরূপকাঠি পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র গোলাম কবির,
রূপান্তরের জেলা প্রকল্প কর্মকর্তা মো শফিকুল আজমের উপস্থাপনায়, সভায় নারীর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধে করনীয় বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চপল কৃষ্ণ নাথ, মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, এ্যাড. শহিদুল ইসলাম, সমাজ সেবক মো. মহিব্বুল্লাহ, সহকারী অধ্যাপক মিরা রানী চৌধুরি, প্রেসক্লাব সভাপতি মো নজরুল ইসলাম, সাংবাদিক মো. হালিমুর রহমান, হযরত আলী হিরু, মো. রুহুল আমীন, মো আনোয়ার হোসেন, নারী নেত্রী নিলুফা ইয়াসমিন, কাউন্সিলর মনির হোসেন, প্রমুখ। সভায় সাংবাদিক, শিক্ষক ও জন প্রতিনিধিরা অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published.

x