নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরে ডেঙ্গু জ¦রের রোগী সনাক্ত হওয়ায় জনসচেতনতা বাড়াতে প্রচারিভাযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ডেঙ্গু মোকাবেলা ও প্রতিকারের উপায় জানাতে পৌর মেয়র কেএম জাকির হোসেন বিভিন্ন এলাকায় ঘুরছেন। পাশাপাশি ডেঙ্গু জ¦রে আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
মেয়র কেএম জাকির হোসেন জানান, করোনার ভয়াবহতা এখনও না কাটতেই ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিলে জনগণের করুণ দশা হবে। তাই এই প্রাদুর্ভাব সৃষ্টি হওয়ার আগেই এর মোকাবেলা করতে পৌর কর্তৃপক্ষ শক্ত অবস্থান নিয়েছে। মশা নিধন কার্যক্রম ও মাইকিং সহ বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা বাড়াতে পৌর স্বাস্থ্য বিভাগ সহ সকল কাউন্সিলরগণ এক যোগে কাজ করছে।
Leave a Reply