কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীস গ্রামের একটি মেহগনি বাগান থেকে শহিদুল ইসলাম (৩৮) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। তিনি নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের দক্ষিণ নওদাপাড়া গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, জুম্মার নামাজের পর বিদ্যাবাগিশ চান্দের বাজারের উত্তর পাশের একটি মেহগনি বাগানের গাছে লাশ ঝুলতে দেখে স্থানীয় এক ব্যক্তি চিৎকার শুরু করেন। তার চিৎকারে অনেক লোকজন জড়ো হলেও তারা লাশের পরিচয় শনাক্ত করতে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ফেসবুকে ঘটনাটি ছড়িয়ে পড়লে তারই সূত্র ধরে পরিবারের লোকজন ফুলবাড়ী থানায় এসে উদ্ধার করা ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।
তার স্ত্রী মন্জু বেগম ও চাচা আব্দুর সাত্তার জানান শহিদুল বেশ কিছুদিন যাবত কানের ব্যথায় ভুগছেন। এ রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই তার মানুষিক সমস্যাও দেখা দেয়। তিনি পাঁচ বছর বয়সী এক কণ্যা শিশুর জনক বলেও জানান তারা।
হাসানাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান সরকার জানান, শহিদুল এক-দেড় বছর থেকে অস্বাভাবিক আরচণ করতো।সে প্রায়ই দড়ি নিয়ে আত্মহত্যার চেষ্টা করতো। তাকে সারাক্ষণ পাহাড়ায় রাখা হতো। আজকে সকালে সে সকলের অজান্তে বাড়ি থেকে বের হয়। তারপর তো এই ঘটনা। আমরা ফেসবুকে শহিদুলের ছবি দেখতে পেয়ে এখানে এসেছি।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তরকরা হবে এবং রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply