ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৮ পূর্বাহ্ন
বিরামপুরে ইভটিজিং বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভা
মিজানুর রহমান মিজান, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার বিরামপুরে ইভটিজিং, বাল্যবিয়ে, ও নারী নির্যাতন প্রতিরোধে দুই দিনব্যাপী অবহিত করণ সভার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু।

শনিবার (২৮ আগস্ট) সকাল ৯ টায় উপজেলা অডিটরিয়ামে জাইকার সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী , বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উম্মে কুলসুম বানু, উপজেলা একাডেমির সুপারভাইজার আব্দুস সালাম, দিনাজপুর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

ইভটিজিং, বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে সভায় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, ইমাম, কাজী, পুরোহিত ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

x