ঢাকা, মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
রকিবুজ্জামান,মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ৯০ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের তিনতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পৌর ঈদগাহের সামনে নতুন শহর এলাকায় এই ভবনের উদ্বোধন করেন আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য,মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ,জেলা পরিষদের সদস্য সৈয়দ আবুল বাশার,কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদার,মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।
পরে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

x