করোনাভাইরাসে সাময়িক কর্মহীন সাংস্কৃতিসেবী ও স্বেচছাসেবী সংগঠন কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন সংগঠনের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন।
জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমূখ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলার ১৮ সংস্থার মাঝে ৫ লক্ষ ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।
Leave a Reply