বঙ্গোপসাগরে ইলিশ আহরণের সময় উত্তাল ঢেউয়ের আঘাতে তলা ফেটে এফবি আল্লাহর দান নামে বাগেরহাটের শরণখোলার একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ১৬ জেলেকে সাগরে ভাসমান অবস্থায় অন্য একটি ট্রলারের জেলেরা উদ্ধার করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় সোনার চরের পশ্চিমে গভীর সাগরে এ দুর্ঘটনার পর বৃহস্পতিবার সকালে উদ্ধারকৃত জেরেরা শরণখোলায় এসে পৌছেছে।
ডুবে যাওয়া ফিশিং ট্রলারের মালিক শরণখোলার মৎস্য ব্যবসায়ী মো. মজিবর তালুকদার জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুবলার চর থেকে প্রায় ৪০ নটিক্যাল মাইল দূরে এবং সোনার চর থেকে পশ্চিমে গভীর বঙ্গোপসাগরে জেলেরা জাল ফেলে অবস্থান করছিল। সন্ধ্যা ৭ টার দিকে হঠাৎ করে সাগরে প্রচন্ড ঢেউ শুরু হয়। ঢেউয়ের আঘাতে তলা ফেটে মুহূতেই তার এফবি আল্লাহর দান নামের ফিশিং ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১৬ জন জেলে বয়া ধরে সাগরে ভাসতে থাকে।
পরে কাছাকাছি অবস্থানকারী বরগুনার পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু আলমের একটি ফিশিং ট্রলারের জেলেরা এগিয়ে এসে ভাসমান অবস্থায় ১৬ জেলেদের উদ্ধার করে। তার ফিশিং ট্রলারে তলা ফেটে ডুবে যাওয়ায় ট্রলার, জাল, ইলিশ, অন্যান্য মাছ ও মালামালসহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে তার। উদ্ধার হওয়া জেলেরা বৃহস্পতিবার সকালে শরণখোলায় এসে পৌছায়।
Leave a Reply