ঢাকা, সোমবার ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
পটুয়াখালীতে বিএমএসএফ’র মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ সালাউদ্দিন রুবেল
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন সহ বিএমএসএফ এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের রাস্তায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র পটুয়াখালী জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ বাদল হোসেন এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ কাউম উদ্দনি জুয়েল, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক পটুয়াখালীর বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বিএমএসএফ জেলা সহ-সভাপতি মোঃ আমরি হোসেন, সুবর্ণ টেলিভিশনের  জেলা প্রতিনিধি মাকসুদা লাইজু শিল্পী, বাংলাদেশ কন্ঠের জেলা প্রতিনিধি মোঃ রিপন, এই বাংলার জেলা প্রতিনিধি মোঃ আরিফ হোসেন টিটু , বিএমএসএফ’র  দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর উজ্জল, দুমকী ইনকিলাবের প্রতিনিধি মোঃ আরিফ হোসেন, ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি মোসাঃ মাহিনুর আক্তার, আলোর দিগন্ত জেলা প্রতিনিধি সুজন মৃধা। এসময় বিএমএসএফ পটুয়াখালী জেলা শাখার সদস্যবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মনগড়া মামলা প্রত্যাহারের দাবি জানান এবং মামলা প্রত্যাহার না করা হলে তারা ভবিষ্যতে কঠোর কর্মর্সচীর দিকে অগ্রসর হবেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published.

x