ঢাকা, শনিবার ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
ময়মনসিংহে ব্রহ্মপুত্রের ওপর নির্মিত হবে সিডনি হারবার আদলের স্টিল সেতু
তাপস কর, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের কেওয়াটখালিতে ব্রহ্মপুত্র নদের ওপর সিডনি হারবারের আদলে সেতু নির্মিত হতে যাচ্ছে। এই সেতুটি হবে ধনুকের আকারের। নদীর ওপর থাকবে না সেতুর কোনো পিলার। দেশের প্রথম চার লেনের পূর্ণাঙ্গ এই স্টিল সেতু নির্মিত হলে তা দিয়ে চলাচল করতে পারবে সড়ক ও রেল উভয় ধরণের যানবাহন।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) সভায় এই সেতু নির্মাণসহ পাঁচ হাজার ৪৪১ কোটি টাকার আট প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সভায় জানানো হয়, ময়মনসিংহে নির্মাণ হবে দেশের প্রথম আর্চওয়ে পূর্ণাঙ্গ স্টিল সেতু। যা নির্মাণে ব্যয় হবে, তিন হাজার ২৬৩ কোটি টাকা। এই প্রকল্পে ২ হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের ওপর ৩২০ মিটার স্টিল সেতু নির্মাণ হবে।
সেতুতে ওঠার জন্য নির্মিত হবে ৭৮০ মিটার অ্যাপ্রোচ সড়ক, থাকবে ২৪০ মিটার রেলওয়ে ওভারপাস ও ৫৫১ মিটার সড়ক ওভারপাস। প্রকল্প এলাকায় চার লেনের মহাসড়ক নির্মাণের পাশাপাশি থাকবে টোল প্লাজা।
এই সেতু নির্মাণের ফলে ময়মনসিংহ অঞ্চলের স্থলবন্দর ও অন্যান্য জেলাগুলোর সাথে রাজধানীর যোগাযোগ আরও সহজ হওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published.