ঢাকা, শনিবার ০৫ অক্টোবর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদযোদ্ধা রিকো’র স্মরণে আলোচনা সভা  
নিজস্ব সংবাদদাতা

অনলাইন প্রেস ইউনিটির সদস্য-সংবাদযোদ্ধা রাকিব রিকোর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রিকো’র ভাই, প্রেস ইউনিটির যুগ্ম মহাসচিব আবৃত্তিশিল্পী শৈবাল আদিত্যর সঞ্চালনায় ও সনাতন যুব কল্যাণ জোটের আহবায়ক মিঠুন ভট্টচার্য শুভর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন কলামিস্ট মোমিন মেহেদী ও সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। অনলাইনে বক্তব্য রাখেন কন্ঠশিল্পী পথিক নবী, অভিনেতা আশরাফ কবীর এবং নোঙ্গর-এর প্রতিষ্ঠাতা শামস সুমন। শ্রদ্ধাকথায় অংশ নেন রাজ নারায়ণ সাহা, চন্দন দেবনাথ, তারক সাহা, দীপেন পাল, হৃদয় পোদ্দার, রাকিব হাসান শাওন, অর্পণা কীর্ত্তণীয়া, ভারতী ঘোষ, অপরাজিতা কীর্ত্তণীয় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সংবাদযোদ্ধা রিকোর অপূর্ণ কাজগুলোকে গতিশীল করতে অনলাইন প্রেস ইউনিটিতে যোগদিন। অনলাইনে নিজের সামর্থনুযায়ী শ্রম- মেধা দিয়ে যুক্ত থাকতে ইউনিটির পেইজে   https://www.facebook.com/onlinepressunity/ সকল জেলা ও উপজেলা কমিটির সর্বশেষ আপডেট প্রদানের সাথে সাথে নতুন সদস্য হতে আগ্রহীদেরকে নাম+ঠিকানা+কর্মস্থলের নাম লিখে এসএমএস এবং বিশেষ প্রয়োজনে ০১৫৭২৩০৯৮৭৪ নম্বরে যোগাযোগের আহবান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.