ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:৫২ পূর্বাহ্ন
ধামইরহাটে ঝুলন্ত অবস্থায় শিশুর লাশ উদ্ধার
মোহাম্মদ আফজাল, ধামইরহাট নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে নিজ ঘরে তীরের (বরাঙ্গা) সঙ্গে গলায় ওড়না প্যেঁচানো অবস্থায় এক আদিবাসী শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, রোববার (২২ আগষ্ট) রাতে উপজেলার এক নম্বর ধামইরহাট ইউনিয়ন বেনিদুয়ার মিশন দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশুটির নাম বাসন্তী মারাং (১১) পিতা মৃত দানিয়েল মারাং।
এলাকাবাসী ও তার পরিবার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা মারা যাওয়ায় সংসারের অর্থ যোগান দিতে তার মা লুচি তপ্ন ঢাকায় গিয়ে মানুষের বাসাবাড়িতে কাজ করার জন্য ওই মেয়েকে মামার কাছে রেখে যান।
এ বিষয়ে মামা এমিল তপ্ন বলেন, ‘ওর মা এলাকায় না থাকাই আমি তার দেখাশোনা করতাম। সে সারাদিন ইচ্ছে মতো খেলতো, ঘুরতো ফিরতো। গত রবিবার সে দুপুরে খেতে আসে নি। তারপর অনেক খোঁজাখুঁজির পর রাতে তার ঘরে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই’।
এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা অবগত হওয়া মাত্রই আমিসহ আমার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই এবং শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার মর্গে পাঠানো হয়েছে।
x