১৯৭৫ এ ১৫ আগষ্টে কেউ একজন হুঙ্কার দিয়ে এগিয়ে আসলে সেদিন বঙ্গবন্ধুর লাশ ৩২ নম্বরে পড়ে থাকতো না। অথবা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যদি একটি প্রতিবাদী
মিছিল যেতো তাহলে এরকম ঘটনা ঘটতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৬ তম
শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি ।
আজ রবিবার বেলা ১০টায় জেলা সেচ্ছা সেবক লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে
আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক এ ই এম মাসুদ রেজার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শামসুল আলম দুদু, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ
সম্পাদক জাকির হোসেন, কেন্দ্রিয় সেচ্ছা সেবক লীগের সাংগঠনিক সম্পদক শাহ
জালাল মুকুল,জেলা সে”ছাসেবকলীগের সাধারন সম্পাদক খোরশেদ আলম সৈকত সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরে সেখানে দ্বিতীয় অধিবেশনে জেলা সেচ্ছা সেবক লীগের এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।