শেরপুরের শ্রীবরদীতে নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ আগস্ট) শ্রীবরদী পৌর মেয়রের সভাকক্ষে শ্রীবরদী উপজেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শ্রীবরদী উপজেলা নাগরিক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন প্রিপ ট্্রাস্টের নির্বাহী পরিচালক মো. শাহে আলম, অডিট ফার্ম শহীদুল ইসলাম, প্রিপ ট্্রাস্ট সিইকিউএস প্রকল্প সমন্বয়কারি সঞ্জীত কুমার দে, মনিটরিং অফিসার মকবুল হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম-সাধারন সম্পাদক আসাদুজ্জামান প্রিন্স ও রাণীশিমুল ইউনিয়ন প্রিপ ট্্রাস্টে সভাপতি ইয়াকুব আলী সরকার।