ঢাকা, রবিবার ১০ নভেম্বর ২০২৪, ০৫:৩৭ পূর্বাহ্ন
ডুমুরিয়ার চহেড়া গ্রামে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ
রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা প্রতিনিধি
খুলনার জেলার ডুমুরিয়া উপজেলার ৩নাম্বার রুদাঘরা ইউনিয়নের চহেড়া গ্রামের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় আজ (২২ আগস্ট) সকালে চহেড়া গ্রামের একটি পুকুরে এলাকাবাসী একটি লাশ পানিতে ভাসতে দেখে। এরপর তারা গ্রাম পুলিশের ও স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় লাশ টি উদ্ধার করে ডুমুরিয়া থানা পুলিশ কে খবর দিলে পুলিশ অজ্ঞাত ব্যক্তির লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে ডুুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী কাজ চলছে। দ্রুতভাবে অজ্ঞাত লাশটি ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published.