দলীয় কর্মসূচীতে ছিল উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় এবং কালো
পতাকা উত্তোলন । পরে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র মনির উদ্দিন,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ গনি।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমান এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। আলোচনাসভা শেষে নিহতদের স্মরণে দোয়া করা হয়।