ঢাকা, রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পূর্বাহ্ন
জোনারাচন্দ্রপুর কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধন
মুনিম শাহরিয়ার কাব্য, পাবনা জেলা প্রতিনিধি

আজ শুক্রবার ১০ মহররম। পবিত্র আশুরার দিনে দুপুর ১২টায় আধুনিক ও সুসজ্জিত জোনারামচন্দ্রপুর কেন্দ্রীয় জামেমসজিদের আনুষ্ঠানিক শুভ উদ্ভোদন সম্পন্ন হলো। অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, বিশেষ অতিথি:এস এম শামসুল আলম(ইউপি চেয়ারম্যান), ৯নং ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন, মসজিদ কমিটির সভাপতি: মোঃ সাইদুল ইসলাম খান,সাধারণ সম্পাদক:মোঃ রওশন আলী শেখ,কোষাধ্যক্ষ: মোঃ হাতেম আলী শেখ এছাড়া হাজারো ধর্মপ্রাণ মুসুল্লিগন।

নামাজ পড়তে আসা মানুষজন নতুন এ মসজিদের ব্যাপক প্রশংসা করেছেন যেটি আসলে নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যের সমন্বয়ে। এখানে এক সাথে প্রায় তিন শতাধিক মানুষ নামাজ পড়তে পারবে।মসজিদটিতে বিশেষ সুবিধাগুলির মধ্যে রয়েছে, ইসলামিক গবেষণা ও দীনি দাওয়াত কার্যক্রম অব্যহত রাখা, পবিত্র কুরআন হেফজখানা, শিশুদের কোরআন শেখার ব্যবস্থা,ইত্যাদি। মসজিদ কমিটির সভাপতি মোঃ সাইদুল ইসলাম খান আরো বলেন মসজিদ আল্লাহর ঘর,আল্লাহর ইচ্ছায় এটি শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করিবো এবং মসজিদের উন্নয়নে আমি ও আমার ভাইয়েরা সর্বাদাই সচেষ্ট থাকবো।এছাড়া মসজিদ কমিটির পক্ষ থেকে জুম্মা নামাজ শেষে সকল মুসুল্লিগনের জন্য তোবারক এর ব্যবস্থা করে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published.