ঢাকা, রবিবার ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
সেই ওসিকে সিলেটে বদলি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. নুরুল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জে বদলি করা হয়। পুলিশের অতিরিক্ত আইজিপি (এঅ্যান্ডআই) ড. মাইনুর রেজা চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা ইউএনওর সরকারি বাসভবনে আওয়ামী লীগ-ছাত্রলীগ নেতাকর্মীদের হামলা এবং সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে লক্ষ্য করে ইউএনওর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার সদস্যদের গুলি বর্ষণের ঘটনার এক দিন পরে ওসির বদলি হলো। তবে ওসি নুরুল ইসলামের বদলির জন্য জারি করা প্রজ্ঞাপনে বুধবার স্বাক্ষর করা হয়েছে।

প্রকাশিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ২৫ আগস্টের মধ্যে তাকে ছাড়পত্র গ্রহণ করে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। ২৫ আগস্টের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে ২৬ আগস্ট থেকে তিনি তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবে। জনস্বার্থে তাকে বদলি করা হলো।

One response to “সেই ওসিকে সিলেটে বদলি”

  1. Mauricio.R says:

    I like this website it’s a master piece! Glad I discovered this ohttps://69v.topn google.Blog monry

Leave a Reply

Your email address will not be published.