ঢাকা, রবিবার ১৯ জানুয়ারী ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সাপাহার থানায় সংবাদ সম্মেলন
নাজমুল হক সনি, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

নতুন নিয়মে সর্বাধিক স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল নিয়োগের লক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর বিষয়ে নওগাঁর সাপাহার থানার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সংবাদ সম্মেলনে পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করনে নওগাঁ জেলা পুলিশের কার্যক্রমগুলো তুলে ধরা হয়।

শুক্রবার বেলা ১১টায় সাপাহার থানার অফিসার ইনচার্জ কার্যালয়ে ভার্চুয়ালী উক্ত সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য জনগণের কাঙ্খিত জনবান্ধব পুলিশ বাহিনী গঠনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ পুলিশ পরিবারের সর্বোচ্চ অভিভাবক, আধুনিক পুলিশের রূপকার ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচনে নতুন নিয়ম ও পদ্ধতির প্রবর্তন করেছেন।

উক্ত স্বচ্ছতা নিশ্চিত করনে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কনস্টেবল নিয়োগের নতুন পদ্ধতি ও তথ্য প্রচার, গুরুত্বপূর্ণ স্থানে ড্রপ ডাউন ব্যানার স্থাপন করা। দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের সাথে প্রতারণা করার সুযোগ না পায় সে লক্ষে কঠোর মনিটরিং ব্যবস্যা রাখা। এ সংক্রান্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত অপারেশন পরিচালনা করা। সাদা পোশাকে জেলা পুলিশের বিশেষ টিমের নজরদারির ব্যবস্যা রাখা সহ এই বিশাল কর্মযজ্ঞকে সফল করার জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সংসদ সদস্য, ধর্মীয় ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষকসহ সকল পেশাজীবী এবং জনগনের সহায়তা নেয়া হবে উল্লেখ করে নওগাঁ জেলা পুলিশের ১৪ দফা কার্যক্রম সম্বলিত প্রেস রিলিজ সাংবাদিকদের হাতে তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) বিনয় কুমার, সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আল মাহমুদ, উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ও সাপাহার উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

সংবাদ সম্মেলন শেষে করোনা সুরক্ষা সামগ্রী হিসাবে উপজেলা সদরের জিরো পয়েন্ট এলাকায় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন সাপাহার থানা পুলিশ।

x