ঢাকা, বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন
নদীতে ধরা পড়লো ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ
Reporter Name

ফেনীর পরশুরামে মুহুরী নদীতে ধরা পড়লো ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- ফেনীর পরশুরামে মুহুরি নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২২ কেজি ওজনের একটি বোয়াল মাছ। রোববার(১২ এপ্রিল) দুপুরে উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন কালিকাপুর এলাকায় মাছটি ধরা পড়ে। জেলেরা পরশুরাম উপজেলা সদরের বাজারে তুলে মাছটির দাম হাঁকেন ২৫ হাজার টাকা।

জেলে ও স্থানীয় লোকজন জানান, রোববার দুপুরে বেশ কয়েকজন জেলে জাল নিয়ে পরশুরাম উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন মুহুরি নদীর কালিকাপুর এলাকায় মাছ ধরতে যান। নদীতে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে ২২ কেজি ওজনের বোয়াল মাছটি ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী আবদুল মান্নান বলেন, মুহুরি নদীতে জেলেদের জালে ধরা পড়া ২২ কেজি ওজনের বোয়ালটি তিনি ২০ হাজার টাকায় কিনেছেন। পরে তিনি মাছটি বিক্রির জন্য পরশুরাম বাজারে নিয়ে যান। সেখানে মাছটির দাম হাঁকেন ২৫ হাজার টাকা। বাজারে বড় মাছ আসার খবর পেয়ে আশপাশের ক্রেতারা ভিড় জমান। সন্ধ্যায় মাছটি ২৪ হাজার টাকায় বিক্রি হয়।

Leave a Reply

Your email address will not be published.

x