শহরের জনতা ব্যাংকের মরে টিসিবির মালামাল কিনতে উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে এছাড়া অপেক্ষাকৃত কম দাম হবার কারণে সাধারণ মানুষ ঝুঁকছে এসব মালামাল এর দিকে।খোঁজ নিয়ে দেখা গেছে শহরে আজ একটিমাত্র স্পটে একটা পিকআপে করে টিসিবির মালামাল বিক্রি চলছে।এসব মালামাল এর মধ্যে রয়েছে তেল ৪ কেজি চিনি ২ কেজি মুসুরির ডাল ২ কেজি। ক্রেতারা জানান বাজার থেকে অপেক্ষাকৃত কম দামের কারণে তারা কষ্ট করে হলেও এমালামাল গুলি কিনছেন।এতে একটু কষ্ট হলেও এ মালামালগুলো মানসম্পন্ন বলে অভিমত ব্যক্ত করেন তারা।তারা আশা করেন সরকার আমাদের কথা ভেবে ভবিষ্যতে আরও বেশিসংখ্যক মালামাল তারা সংগ্রহ করতে পারবে। এছাড়া আরো পরিবহন এবং বেশি সংখ্যক জায়গায় বিক্রির ব্যবস্থা থাকলে তাদের মালামাল কিনতে সহজ হবে। টিসিবির এ মালামাল গুলি বিক্রি হচ্ছে ৬২০ টাকায়।
অথচ বাজারে মালগুলো বিক্রি হচ্ছে কমপক্ষে ৭৫০ থেকে ৭৯০ টাকার মধ্যেই।