ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:১৭ অপরাহ্ন
টঙ্গিবাড়ীতে ইউনিয়ন আঃলীগের খাদ্য সামগ্রী বিতরণ 
এম,এ কাইয়ুম মাইজভান্ডারি, মুন্সীগঞ্জ
 ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যূবাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
মুন্সীগঞ্জের সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার(১৫ আগষ্ট) দুপুর ২ টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার সোনারং প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২ শত দুস্থ অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী (চাল ও আলু) এবং রান্না করা খাবার বিতরণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।
সোনারং টঙ্গিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লিটন সেখ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাহাত খান রুবেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুুষ্ঠানে আরো উপস্থিত, টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ইদ্রিস খান, আনিসুর রহমান আনিছ, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান খান মোঃ শাজাহান বেপারীর মোঃ বাবুল শেখ ও সোনারং টঙ্গীবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ৯ টি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন
x