জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: র্যাব-১৪ ভৈরব ক্যাম্প কর্তৃক ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মনি বেগম (৩০) নামে নারীকে আটক করেছে র্যাব স্যস্যরা। আটককৃত নারী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধিন আজমপুর গ্রামের আলম মিয়ার স্ত্রী। আজ রবিবার সকাল আনুমানিক ১১ টায় ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা চৌরাস্তা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় র্যাব।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প এর একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়ার কোড্ডা চেšরাস্তা এলাকায় অভিযান চালিয়ে মনি বেগম নামে মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় আটককৃতের নিজ হেফাজতে রাখা ৯১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ জব্দ করা হয়।
সে দীর্ঘদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে ইয়াবা দেশের অভ্যন্তরে নিয়ে আসত। সে বর্ণিত ইয়াবার চালানটি ব্রাহ্মণবাড়িয়ায় জনৈক ব্যক্তির নিকট বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছে বলে ধৃত আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ব্যাপারে আটককৃত নারী মনি বেগমের নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।