ফরিদপুর সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১০০ জন করে ও পৌরসভার ২৭টি ওয়ার্ডে ৫০ বস্তা করে মোট ২৫৫০ বস্তায় ১০ কেজি করে চাউল, ২ কেজি করে ডাল বিতরণ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবিক সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বিপুল ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ.কে.আজাদ, যুগ্ম সম্পাদক ঝর্ণা হাসান, সাবেক ছাত্রনেতা মনিরুল হাসান মিঠু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা ও জেলা মহিলা লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞানও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ্যাডঃ বদিউজ্জামান বাবুল, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী, দপ্তর সম্পাদক এ্যাডঃ অনিমেষ রায়, জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আবুল ফয়েজ শাহনেওয়াজ, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা শ্রমীক লীগের সভাপতি আক্কাস হোসেন প্রমুখ।এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা আবু নাঈম।