ঢাকা, বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন
মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী’র মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
আব্দুল কাদির,সিলেটঃ

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর অন্যতম খলিফা মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শুক্রবার (১৩ আগস্ট) এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন,মরহুম মাওলানা জনাব আব্দুল কাইয়ুম সিদ্দিকী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন ছিলেন৷ইসলামী এ পন্ডিতের মৃত্যুতে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।তিনি একজন প্রবীণ শিক্ষাবিদ।তার মৃত্যু আমাদের জন্য অপুরনীয় ক্ষতি।

পরিবেশমন্ত্রী মাওলানা আব্দুল কাইয়ূম সিদ্দিকী’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী (র.) ছিলেন ইসলামের নিরলস খাদিম,মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ,আনজুমানে আর ইসলাহ’র স্থায়ী কমিটির সদস্য।
শুক্রবার রাত ১:৩০ মিনিটের সময় চিকিৎসাধীন অবস্থায় মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন।

x