ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ০১:১৫ পূর্বাহ্ন
ফেরির ধাক্কা, সেনাবাহিনীকে তদারকির দায়িত্ব
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পদ্মা সেতুর পিলারে বারবার ফেরির ধাক্কার ঘটনাকে তুচ্ছ, নিছক কোনো দুর্ঘটনা অথবা চালকের অদক্ষতা বলে এড়িয়ে না গিয়ে এর পেছনে কোনো ষড়যন্ত্র এবং অর্ন্তঘাত আছে কিনা, সে ব্যাপারে সেনাবাহিনীকে তদারকি করতে বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১৩ আগস্ট) বিকেলে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পরিদর্শনে এসে তিনি এ তদারকির কথা জানান।

এ সময় তিনি বলেন, পদ্মা সেতুর পিলারে কেন ফেরির ধাক্কা, এ প্রশ্ন আমারও। পদ্মা সেতু নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। এখনো এর পেছনে অনেক লোক লেগে আছে। দেশে-বিদেশ থেকেও লেগে আছে। বারবার কেন ঘটছে ধাক্কার ঘটনা?

তিনি আরো বলেন, পদ্মা সেতু এখন জাতীয় সম্পদ। সারাদেশের মানুষের অনুভূতিতে আঘাত আসে। সেতুটি গোটা জাতির সম্পদ। জাতীয়ভাবে মানুষ আহত হচ্ছে। এভাবে কেন বারে বারে পদ্মা সেতুতে আঘাত লাগছে। এজন্য আজ শুক্রবার সন্ধ্যায় সভা হবে।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল পৌনে ৭টার দিকে বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে কাকলি নামের একটি ফেরি পদ্মার সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। এ নিয়ে পদ্মার সেতুর পিলারে চারবার ফেরির ধাক্কা লাগার ঘটনা ঘটল।

এর আগেও গত ২০ ও ২৩ জুলাই ১৬ ও ১৭ নম্বর পিলারে এবং ৯ আগস্ট ১০ নম্বর পিলারে আঘাত করে।

One response to “ফেরির ধাক্কা, সেনাবাহিনীকে তদারকির দায়িত্ব”

  1. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/47111 […]

Leave a Reply

Your email address will not be published.

x