জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শীমের সাথে গাঁজা পাচার কালে আয়াতুন্নেছা (৪৭) নামে মাদক কারবারী নারীকে গ্রেফফতার করেছে ভৈরব শহর পুলিশ ফাঁড়ির সদস্যরা। সে সোনামগঞে।জর শঅর।লা থানাধিন শসাকান্দি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।
ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ শ্যামল গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে চান্দ ভান্ডার দরবার শরীফ মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ওই নারী শুকৌশলে বাজারের ব্যাগে করে শীমের নিচে গাঁজা ভরে পাচার করছিল।
স্বামী পরিত্যক্তা ওই নারী ইতিপুর্বে আরো একাধিকবার এভাবে মাদক পাচার করছিল বলে পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।