ঢাকা, রবিবার ০৯ মার্চ ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন
ক্রীড়া সংগঠক হিসাবে ক্য শৈ হ্লা কে শহীদ ক্যাপ্টন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পাওয়ায় পষিদর্বগের অভিনন্দন
আশিকুজ্জামান খান(বান্দরবান জেলা)

বাংলাদেশ কারাতে ফেডারেশন এর সাধারণ সম্পাদক, বাংলাদেশ কারাতে ফেডারেশন এর ক্রীড়া সংগঠক হিসাবে ক্য শৈ হ্লা মহোদয় কে বীর মুক্তি যোদ্ধা শহীদ ক্যাপ্টন শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২১ পাওয়ার  চেয়ারম্যানকে জেলা পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আন্তরিক ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য বাবু লক্ষিপদ দাশ,পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, পার্বত্য জেলা পরিষদের সদস্য সত্যহ পাঞ্জি ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কবি সিংইয়ং ম্রো,পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,পার্বত্য জেলা পরিষদের সদস্য ফাতেমা পারুল,পার্বত্য জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা। জেলা পরিষদের পিআরও জুরিমং,

জেলা পরিষদের সিনিয়র অফিস সহকারী এম.এ মোতালেব,কালা,কর্মচারী মো: আলম,আয়ুব, নাহিদুল আলম প্রমুখ। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সেই মুর্হুতে ঘিরে এক আননন্দময় পরিবেশ সৃস্টি হয়।

x