গাজীপুরের কাপাসিয়ায় রিমা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের পাপলা চামরখী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রিমা আক্তার একই গ্রামের রতনের মেয়ে। সে ভাকোয়াদী গার্লস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, রিমা আক্তার সন্ধ্যায় সবার অগোচরে দরজা লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরিবার অর্থনৈতিক সংকট ও অশান্তির কারণে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা যায়।
কাপাসিয়া থানার এসআই এসএম আমিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।