ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
নওগাঁ পত্নীতলায় ব্রতীর উদ্যোগে আদিবাসী দিবস পালন
গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ

কাউকে পেছনে ফেলে নয় আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গিকারের আহ্বান প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় ৯ আগষ্ট আর্ন্তজাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।

রবিবার (৮ আগস্ট) ব্রতী সমাজ কল্যাণ সংস্থার আদিবাসীদের অধিকার সুরক্ষা প্রকল্প (ভিএমপিআরএমসি) মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

উপজেলা শাখার আহবায়ক পরেশ টুডুর সভাপতিত্বে ও ব্রতী আদিবাসীদের অধিকার সুরক্ষা প্রকল্পের প্রোগ্রাম ফেসিলিটেটর অনিতা রানী গুহ সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনার শুরুতে আদিবাসী বীর শহীদ সহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রতী আদিবাসীদের অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী, প্রোগ্রাম ফেসিলিটেটর অনিতা রানী গুহ, সহকারী প্রোগ্রাম ফেসিলিটেটর জয়নুব আক্তার, মাঠ সহায়ক হেমন্ত পাহান, গোলাম রাব্বানী ও পার্থ কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা শাখার আদিবাসী যুব পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ পাহান, গন মাধ্যমকর্মী দিলিপ চৌহান। ডাসকো প্রতিনিধি জাহিদ আলী, শিক্ষক পত্নীতলা উচ্চ বিদ্যালয় শিরিশ টপ্য, পোরশা জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক আইচন পাহানসহ প্রকল্পের গণগবেষক ও উপকারভোগী দলের সদস্যগণ উপস্থিত ছিলেন।

ব্রতী আদিবাসীদের অধিকার সুরক্ষা প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবর আলী বলেন, দেশের আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবাদিক স্বীকৃতি, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষাদান ব্যবস্থার বাস্তবায়ন, শিক্ষা ও চাকরিসহ সকল ক্ষেত্রে আদিবাসী কোটার যথার্থভাবে পূর্ণ বাস্তবায়ন সহ করোনাকালে আদিবাসীদের মাঝে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা এবং আদিবাসী উপর অত্যাচার, নির্যাতন, উচ্ছেদ, ভূমি দখল বন্ধ করতে হবে, নিজেরাই নিজেরা সংঘবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published.

x