করোনা মহামারীর এই সময়ে বিপাকে পড়া তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে খাদ্য সহায়তা দিয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসন।
৮ আগস্ট রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবীব জিতু। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ শাওন ভূইয়া, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি আবদুল আউয়াল জনি, সাধারণ সম্পাদক তাজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক হোসাইন মেহেদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাদা মিনহাজ প্রমুখ।
ইউএনও আহসান হাবীব জিতু বলেন, করোনা মহামারী শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রী জনসাধারণের জন্য বিশেষ উপহারের ব্যবস্থা করেছেন। তাছাড়া তিনি হিজড়া দের তৃতীয় লিঙ্গের মানুষ হিসাবে স্বীকৃত দিয়েছেন, ইতোমধ্যে তাদের জন্য নানান প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। করোনা মহামারী এই সময়ে তৃতীয় লিঙ্গের মানুষদের আয় কমে গেছে। তাদের অসহায়ত্বের কথা জেনে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
হিজরা সম্প্রদায়ের নেত্রী জরিনা হিজড়া বলেন, আমাদের কথা কেউ ভাবেন না। কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে যে খাদ্য সহায়তা প্রদান করা হলো তাতে আমি আমার সকল তৃতীয় লিঙ্গের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ধন্যবাদ জানাই, সেইসাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। আমরা অত্যন্ত খুশি হয়েছি।
Leave a Reply