বড়াইগ্রামে উপজেলা চেয়ারম্যানের উদ্যোগে শেখ ফজিলাতুন্নেছার জন্মবার্ষিকী পালন
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমানের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে । রবিবার দুপুরে এ উপলক্ষে উপজেলা পরিষদ এলাকায় চেয়ারম্যানের সরকারি বাসভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও বনপাড়া পৌর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান প্রামানিক, ইউনিয়ন আ’লীগ চান্দাইয়ের সভাপতি শামসুজ্জামান গোলাম, জোনাইলের সভাপতি বুলবুল আহমেদ, বড়াইগ্রামের সভাপতি ইসাহাক আলী মোল্লা, মাঝগাঁও এর সাধারণ সম্পাদক আতিকুর রহমান মাস্টার, উপজেলা কৃষকলীগ সভাপতি ইসাহাক আলী, যুবলীগ নগর ইউনিয়নের সভাপতি জুলফিকার আলি মিঠু প্রমুখ।
Leave a Reply