ঢাকা, শুক্রবার ২১ মার্চ ২০২৫, ০২:২৩ অপরাহ্ন
কটিয়াদীতে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণাধীন ঘরগুলো জেলা প্রশাসকের পরিদর্শন
মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই মহতী স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্পের অধীনে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অন্তগত আচমিতা ও ফেকামারা আশ্রয়ণ ক্লার্স্টায়ঁড়ঃ; প্রকল্পের নির্মাণাধীন ঘরগুলো সরেজমিনে পরিদর্শন করেন এবং নির্মাণ সংশ্লিষ্ট কাজে সর্বোচ্চ গুরুত্বারোপের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। শনিবার বিকালে পরিদর্শনকালে তিনি স্থানীয় লোকজন ও গৃহ নির্মাণ শ্রমিকদের সাথে কথা বলেন এবং প্রকল্পের কাজে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল ইসলাম সরকার,কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশতাকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার জ্যোতিশ্বর পাল, সহকারী কমিশনার(ভূমি) মোঃ ইব্রাহিম.কটিয়াদী মডেল থানার ভারপপ্রাপ্ত কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন, আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাচ্চু,উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ,জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ অন্যান্যরা।

x