বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে বাগেরহাটের রামপালে বৃক্ষ রোপন ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট ২০২১) সকাল ১১টায় উপজেলার পেড়িখালী বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জানা গেছে যে, বাগেরহাট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান রাজু ও রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক শেখ সাদী’র নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোঃ জাহিদুর রহমানের উদ্যেগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এসময় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে করোনা কালীন স্বাস্থ্যবিধি মেনে চলতে সহায়তা করার লক্ষে ৩ শতাধিক মাস্ক বিতরন করা হয়। এছড়া তাদের মাঝে কিছু গাছের চারা ও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আসলাম শেখ, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের জিলানী, রামপাল উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সদস্য আরিফুল ইসলাম, পেড়িখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরহাদ হাওলাদার ও সাধারণ সম্পাদক আলফাজ শেখ, ছাত্রলীগ নেতা অমিত মন্ডল, তানজিদ হাসান শোভন, কাবীর শেখ, জ্যেতি দাস, মহিউদ্দিন মুসাল্লি, আসাদুজ্জামান রনি, জাহাঙ্গীর শেখ, রিফাতুজ্জামান অন্তু, নাজমুল সাকিব জিলানী, ইমন শেখ, আসাদ শেখ, আজাদ হাওলাদার, শিমুল সরদার সহ অন্যান্য ছাত্রলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply