আজি শোকাহত মন নিয়ে
লিখতে হচ্ছে আমায়
বাঙালি জাতির কালো অধ্যায়ের
কথা,ইতিহাসের পাতায়।
আগস্টের ১৫ তারিখ বেজেছিল
ঠাস ঠাস গুলির শব্দ
এইতো সেদিন ছিল বঙ্গবন্ধু
আজ সবি নিস্তব্ধ।
হায়েনার হিংস্র থাবার কাছে
ছোট্টশিশু ও পায়নি রেহাই
শেখ রাসেলের দেহ পরে ছিল
শরীরে রক্ত বোঝাই।
স্বপরিবারে হত্যা করে ভেবেছে
নরপিশাচের দল
পারবেনা জানতে সে ইতিহাস
বাঙালির ঐক্যের বল।
শাহাদাৎ বরণ করেও আজি
বঙ্গবন্ধু আছো অন্তরে
আগস্ট যে শোকের মাস
ভূলবো কেমন করে?

সাদেকুল ইসলাম