ঢাকা, শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১১:৫৯ পূর্বাহ্ন
সূর্য রাঙা ভোর -দেলোয়ারা বেগম
দেলোয়ারা বেগম

একদিন সূর্য রাঙা ভোর দেখাব তোমায় ,
দেখাব তার রাঙা হাসি , দেখাব তার রঙিন রূপ।
দেখাব কত দিগন্ত বাহিয়া যায় তার সোনালী আলোর রশ্মি।
শোনাবো কত পাখির কলকাকলি,
মিষ্টি মিষ্টি কিচিরমিচির গান।

সেদিন কোন ঋতু থাকবে আমি জানিনা,
গ্রীষ্ম, বর্ষা,শরৎ, হেমন্ত, শীত নাকি বসন্ত?
আমি জানিনা – তবে সেদিন আমি তোমায় দেখাবোই সূর্য রাঙা ভোর ।

দেখাবো কেমন করে অন্ধকার ভেদ করে সে আলোর দিশারি হয়ে ভূবনে হেসে ওঠে, ভূবনকে আলোকজ্জ্বল করে তোলে আর  – অকৃপন আলো ছড়িয়ে দিয়ে, বুক মেলে দিয়ে ডাকে, অন্ধকার ভেদ করে  আয়রে ছুটে আয়, আয়, আয়,। আমার আলোয় তুই নাইবি আয়, গাইবি আয়, দেখবি আয়, হাসবি আয় ।

সেদিন  হাঁটবো তোমার হাত দু’টো ধরে —
দিগন্তের পর দিগন্ত। কখনো আলতো করে
ঘাড়ের ওপর  মাথাটা হেলিয়ে দিয়ে হাঁটবো, হেঁটে যাবো দিগন্ত বাহিয়া, হয়তোবা কাঁদা মাড়িয়ে, কুয়াশা, মাড়িয়ে,  ফুল মাড়িয়ে অথবা বৃষ্টিভেজা পথ মাড়িয়ে, তবু তোমায় আমি রাঙা ভোর দেখাবো।

একদিন সূর্য রাঙা ভোরে নদীর বুকে নাও ভাসিয়ে নিয়ে যাব তোমায়, দেখাবো সূর্যের
আলোতে বলাকাদের দৌঁড়, দেখাবো গাঙচিল, কাঁদাকোচা, মাছ রাঙা পাখিদের উচ্ছ্বল আনন্দ। দেখাবো মাঝিদের নৌকায় বাস, সূর্য স্নানসহ আরো কত কী।
ঝিরিঝিরি হিমেল হাওয়ায়, সূর্য রাঙা সেই ভোরে, তোমার যতটুকু চাওয়া সব মেটাবো সব — সত্যি বলছি, একদিন সূর্য রাঙা ভোর দেখাবো, দেখাবোই তোমায়, সত্যি বলছি ।

Leave a Reply

Your email address will not be published.

x