ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
চলমান জীবন
ভাস্কর সরকার
একটা ছোট পিঁপড়ার নিকট
এক ফোঁটা জল যেমন সুনামির মতো!
তেমনি ব্যক্তি কেন্দ্রিক অবস্থান থেকে
তার দুঃখ-ব্যথা পাহাড় সমান, যা
অনেকটা অপ্রকাশিত থেকে যায়৷
মত্ত মানুষ আপন বলয়ে যার-যার
তার-তার, নিজেরে প্রকাশিতে নিজেকে
নিয়ে ব্যস্ত সময় তার৷ পৃথিবী অনেক
স্বার্থপর জায়গা এখানে কেউ কারো নয়,
শুধু মিছে মায়ার ঘোরে চলমান এই জীবন!
স্বীয় ব্যথা অন্য কেউ কখনও অনুভব
করতে পারেনা এবং করেনা৷ সকলেই
জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াইয়ে
অবতির্ণ, অন্তিম অভিমূখী৷
লেখক,
ভাস্কর সরকার
গবেষক ও প্রাবন্ধিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়৷

One response to “চলমান জীবন”

  1. tXknTTtR says:

    Question 4 I will be 38 and my husband will be 33 soon buy generic cialis online safely Miscarriage rates and LBR were analyzed by percentage calculations and П‡ 2 tests

Leave a Reply

Your email address will not be published.

x