ঢাকা, বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
পাইকগাছায় বীরমুক্তিযোদ্ধা শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ

নানা আয়োজনে খুলনার পাইকগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন জানানো হয়। এরপর গাছের চারা বিতরণ ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার ভূমি শাহারিয়ার হক, বীরমুক্তিযোদ্ধা শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, বীরমুক্তিযোদ্ধা কাজী তোকারাম হোসেন টুকু, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণু পদ বিশ্বাস, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্যানেল মেয়র শেখ মাহবুবুর রহমান রঞ্জু, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, আনসার ভিডিপি কর্মকর্তা আশালতা খাতুন, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, প্রভাষক ময়নুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুগ্ম সম্পাদক এন ইসলাম সাগর, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি। আলোচনা সভা পুর্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল্লাহ হক হাওলাদার এর আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
অপরদিকে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শেখ কামাল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু’র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, আ’লীগ নেতা জি এম ইকরামুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দীন ফিরোজ বুলু, আ’লীগ নেতা গাজী শফিকুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, বিভুতি ভুষণ সানা, পঞ্চানন সানা, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগের সাবেক সভাপতি এস এম শামছুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ জিয়াদুল ইসলাম, যুবলীগ নেতা জগদীশ রায়, আকরামুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, প্রভাষক আঃ ওহাব বাবলু, নাজমা কামাল, ইউপি সদস্য শিবানন্দ রায়, এস এম নূরুল ইসলাম, প্রভাষক এস এম জাহাঙ্গীর আলম, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শফি ও গাজী মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, আল-তারিক আকুঞ্জি, উজ্জ্বল মন্ডল, আশুতোষ মন্ডল, দীপংকর মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা পার্থ প্রতীম চক্রবর্তী, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রায়হান পারভেজ রনি, মিথুন, বাদশা, আফরোজা আক্তার, সোনিয়া, বাবু মান্না দে, মনিরুল ইসলাম গাজী, রসুল, বারিক গাজী, হাকিম পাড়, আনারুল ইসলাম, অহিদুর, রহিম, মলয়, অনিমেশ। আলোচনা সভা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওঃ রাইসুল ইসলাম। #

Leave a Reply

Your email address will not be published.

x