নেছারাবাদে জাতির জনকের জ্যেষ্ঠ ছেলে শহীদ ক্যাপ্টেইন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
৫ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই মরহুমের প্রতিকৃতিতে পুস্প অর্পন, আলোচনা সভা, গাছের চারা বিতরন, মসজিদ মন্দিরে প্রার্থনা ও প্রীতি ফুটবল প্রতিযোগীতা।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির, সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজী, ওসি আবির মোহাম্মদ হোসেন, ভাইস চেয়ারম্যান রনি দত্ত, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াৎ হোসেন, ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।
সভা শেষে গাছের চারা বিতরন করা হয়। অনুষ্ঠান শেষে ১৫ আগষ্ট পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এবং করোনা ভ্যাকনি প্রয়োগের নিতিমালা ও করনীয় সম্পর্কে আলোচনা করা হয়।
Leave a Reply