১০ এপ্রিল, জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে গণধুলাইয়ের শিকার হয়েছেন সোহাগ মিকয়া (২৭) নামে এক ছিনতাইকারি । আজ শনিবার ভোর রাতে শিবপুর ইউনিয়নের সম্ভুপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে কিশোরগঞ্জের ভৈরব থানাধিন শিবপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আবুর মিয়ার ছেলে।
ভৈরব থানার উপ-পরিদর্শক রিগ্যান মোল্লাহ জানান, আজ ভোর রাতে সম্ভুপুর এলাকায় ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয় সোহাগ মিয়া । পরে তাকে গণ ধোলাই দিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সঙ্গিয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ইতিপুর্বে আটককৃত সোহাগ মিয়ার বিরুদ্ধে ভৈরব থঅনায় আরো ২টি মামলা রয়েছে।