ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন
কালকিনিতে বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন
রকিবুজ্জামান,(মাদারীপুর):

মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে পুস্পমাল্য অর্পন, বৃক্ষরোপন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহিন, যুগ্নসাধারন সম্পাদক লোকমান সরদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোস্তফা কামাল, বীরমুক্তিযোদ্ধা মালেকুজ্জামান, কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল ও ডাসার থানার ওসি মোঃ হাসানুজ্জামান প্রমূখ।

x