জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি: ভৈরবে ২২ কেজি গাঁজাসহ হৃদয় মিয়া (২২) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ। আজ সকালে ভৈরব দুর্জয় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। সে হবিগঞে।জর মাধবপুর থানাধিন গোয়াছনগর গ্রামের মো ঃ ছফু মিয়ার ছেলে।
উপ-পরিদর্শক মতিউজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের দুর্জয় মোড় এলাকা থেকে একটি ট্রাক আটক করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে তার মধ্য থেকে ২২ কেজি গাজা উদ্ধারসহ মাদক বহনে ব্যবসহৃত ট্রাকটিও জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে বিভিন্ন জেলায় আরো ২টি মামলা রয়েছে বএলও জানা যায়। এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে ভৈরব থঅনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিশেষ ক্ষমতায় মামলা দায়ের করা হয়েছ
ভৈরবে ছিনতাই করতে গিয়ে জনতার হাতে গণধুলাইয়ের শিকার