ঢাকা, শুক্রবার ০৭ মার্চ ২০২৫, ০৮:০৫ পূর্বাহ্ন
গুরুদাসপুরে শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী পালিত
গুরুদাসপুর (নাটোর)প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

আজ (৫ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী অফিসার যৌথভাবে পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন। তারপরই সুশৃঙ্খলভাবে পৌরপ্রশাসনের পক্ষে পৌর মেয়র,বীরমুক্তিযোদ্ধাগণ,গুরুদাসপুর থানা পুলিশ,উপজেলা ক্রীড়া সংস্থা, ও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ করে বিন¤্র শ্রদ্ধা নিবেদন করেন।

পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ শেখ কামালসহ শোকাবহ আগষ্ট মাসের সকল বীর শহিদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

x