ঢাকা, মঙ্গলবার ০৭ মে ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
আশুলিয়ার সিলভার অ্যাপারেল্স পোশাক কারখানায় ভয়াবহ আগুন
Reporter Name

আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুন লাগার সময় কারখানাটির উৎপাদন বন্ধ থাকলেও আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন আহত হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকার সিলভার অ্যাপারেল্স নামের একটি কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, ভোরে আশুলিয়ার জিরাবো বাসস্ট্যান্ড এলাকায় আগুন লাগার খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে যায়।

পরে আগুনের ভয়াবহতা দেখে সাভার ও উত্তরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে সাভার ফায়ার সার্ভিসের ২, উত্তরা ফায়ার সার্ভিসের ২টি ও ডিইপিজেড ফায়ার সার্ভিসের আরও একটিসহ মোট ৭টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ব্যাপারে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়ার জিরাবো এলাকার সিলাভার অ্যাপারেল্সের দ্বিতীয় তলায় তাদের গোডাউনে অগ্নিকাণ্ড ঘটে।

তিনি বলেন, আগুন এখন নিয়ন্ত্রণে। কারখানাটিতে কিভাবে আগুন লেগেছে বিষয়টি তদন্ত করে দেখছে ফায়ার সার্ভিস। তবে মালিকপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানাতে পারেনি।আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিউজ সোর্সঃ আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন

Leave a Reply

Your email address will not be published.

x